Site icon Jamuna Television

শ্রীপুরে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ৬৫ বোতল বিদেশি মদসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাহজাহান কন্টাক্টরের ছেলে।

শুক্রবার (২১ অক্টোবর) রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের বর্ণমালা মোড় এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এ সময় পাটের বস্তার ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ওয়ার্কশপ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলেও জানায় পুলিশ।

গ্রেফতার হওয়া মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গাজীপুর জেলার সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন।

এএআর/

Exit mobile version