Site icon Jamuna Television

ন্যায়বিচার নাকি প্রতিশোধ; মুক্তি পেলো ‘ব্ল্যাক অ্যাডাম’

ব্ল্যাক অ্যাডামের একটি দৃশ্যে ডোয়াইন জনসন।

হলিউড তারকা ডোয়াইন জনসনকে শেষবার দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ‘রেড নোটিশ’ সিনেমায়। আবারও ফিরলেন তিনি, তবে এবার বড়পর্দায়। শুক্রবার (২১ অক্টোবর) বিশ্বব্যাপী মুক্তি পেলো বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। এতে মূল চরিত্র ব্ল্যাক অ্যাডাম হয়েই হাজির হলেন ‘দ্য রক’। সিনেমাটি দেখা যাবে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসেও।

ওয়ার্নার ব্রাদার্স এর সুপারহিরো সিনেমা ‘শাজাম’-এর স্পিন-অফ ‘ব্ল্যাক অ্যাডাম’। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিকসে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর তার দেখা পাওয়া যায় অ্যান্টি-হিরো হিসেবে।

মিসরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়ে আবারও কারাবন্দী হয় সে। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ব্ল্যাক অ্যাডাম’। প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে।

জাওমি কোলেট পরিচালিত ‘ব্ল্যাক অ্যাডাম’ এর সবচেয়ে বড় আকর্ষণ ‘দ্য রক’ ডোয়াইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া সিনেমার আরও একটি বড় চমক সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনান। ব্ল্যাক অ্যাডামে আরেকজন সুপারহিরোকে দেখা যেতে পারে। সম্প্রতি নিউইয়র্কে সিনেমার প্রিমিয়ারের আগে এমনটাই আভাস দেন দ্য রক।

ডোয়াইন জনসন বলেন, বছরের পর বছর ধরে ব্ল্যাক অ্যাডামকে নিয়ে দর্শকদের এতো উচ্ছ্বাসের কারণ, এ গ্রহের সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি হিসেবে তাকে দেখানো হয়েছে। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষায় আছে, বিশ্বব্রহ্মাণ্ডে সেই অপ্রতিরোধ্য শক্তি কোথায়? আমরা সবাই কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি দেখার অপেক্ষায় আছি।

এদিকে, বিশ্বব্যাপী মুক্তির একদিন আগে ভারতে মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক অ্যাডাম’। বক্স অফিসে ভালো আয় দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি। সপ্তাহের মাঝামাঝি সময়ে নন-হলিডে রিলিজ হওয়া সত্ত্বেও মুক্তির প্রথম দিনেই ৭ কোটি রুপি আয় করেছে ব্ল্যাক অ্যাআম। ভারতে প্রথম দিনের আয়কে যথেষ্ট ইতিবাচক হিসেবেই দেখছেন বক্স অফিস বিশ্লেষকরা।

যদিও মার্ভেল এর সিনেমাগুলোর তুলনায় এ আয় অনেকটাই পিছিয়ে। কারণ হিসেবে বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, এশিয়ার মার্কেটে ‘ডিসি’ তার দখল হারিয়েছে অনেক আগেই। আর তাই নিজেদের দর্শক ও বাজার পুনরুদ্ধার করতে তাদের সময় লাগবে। তবে ডোয়াইন জনসনের যে বিশাল ফ্যানবেজ রয়েছে, তাতে বিশ্বব্যাপী মুক্তির পর বক্স অফিসের ইতিহাস কি বদলে দিতে পারবে ব্ল্যাক অ্যাডাম?

/এসএইচ

Exit mobile version