Site icon Jamuna Television

ব্রাজিলভক্ত তামিমের হাতে কাতার বিশ্বকাপের টিকিট

ছবি: সংগৃহীত

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও পেলেন কাতার বিশ্বকাপের টিকিট। ব্রাজিলভক্ত এই খেলোয়াড় আজ (২১ অক্টোবর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে তার ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে স্টোরিতে খবরটি জানিয়েছেন।

আগামী ২৪ নভেম্বর বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি’র ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং সার্বিয়া। তামিম ইকবাল সেই ম্যাচের দুইটি টিকিটের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

কিছুদিন আগেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল-হাসান বাফুফে থেকে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের টিকিট পেয়েছিলেন। সাকিব বাফুফে থেকে দুইটি টিকিট নিলেও তামিম কোথা থেকে টিকিট সংগ্রহ করেছেন তা জানাননি। তবে, স্টোরিতে এক ব্যক্তির নাম উল্লেখ করে লেখা ছিল, থ্যাংক্স ব্রাদার।

আরও পড়ুন: আরভিন-রাজার ব্যাটে চূড়ান্ত পর্বে জিম্বাবুয়ে

/এম ই

Exit mobile version