Site icon Jamuna Television

বজ্রপাত হলে ভয় পায় পাত্র, বিয়ে বাতিল পাত্রীর!

বিয়ে বাতিল হওয়ার ব্যাপারে আমরা অনেক কারণ শুনেছি, কেউ বলে মেয়ে কালো, ছেলের মাথায় চুলে নেই বা বেটে ইত্যাদি। কিন্তু বজ্রপাতে ভয় পায় এমন কারণ দেখিয়ে বিয়ে বাতিল করার ঘটনা হয়তো এর আগে কেউ শুনেনি। এমনটাই ঘটেছে ভারতের বিহারের সরন জেলায়।

পাত্রের মুখে বজ্রপাতে ভয় পায় এ কথা শুনেই বিয়ে বাতিল করে দেয় পাত্রী নিজেই। এমনকি পাত্রী অভিযোগ করে জানায়, বাড়ির কাছে একটি মাঠে দুদিন আগে বাজ পড়ার পর ছেলেটি নাকি উদ্ভট আচরণ করে। পাত্রের আচরণ স্বাভাবিক নয়, তাঁকে তিনি বিয়ে করতে পারবেন না।

এদিকে বিয়ের আচার-রীতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন বিয়ে ভেঙে দেয়া নিয়ে বিবাদ হাতাহাতিতে পরিণত হয়। পরে পুলিশ ছেলের বাড়ির লোকজনের ওপর হামলার কারণে পাত্রী পক্ষের তিনজনকে গ্রেফতার করেছে।

Exit mobile version