Site icon Jamuna Television

মিথ্যাচারের প্রতিবাদে ১৩ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে শাকিবের অভিযোগ

শাকিব খানের ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবন নিয়ে মিথ্যাচার ও নানাভাবে হেয় করায় ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ এনেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ঢাকার গুলশান থানায় শাকিব খানের পক্ষে মনিরুজ্জামান একটি সাধারণ ডায়েরি করেছেন। ওই জিডিতে অভিযুক্ত ১৩টি ইউটিউব ও ফেসবুক পেইজের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা বুবলীর সাথে শাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। পরে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শাকিবকে নিয়ে ভিডিও তৈরি করে ব্যাঙ্গাত্মক আকারে প্রকাশ করে। এ ইস্যুতে বাধ্য হয়ে শাকিবের পক্ষে আইনের আশ্রয় নিয়েছেন মো. মনিরুজ্জামান। জিডিতে তিনি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জিডিতে অভিযোগ করা হয়েছে, পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে শাকিব খানের কিছু ব্যক্তিগত স্থিরচিত্র, মিথ্যে তথ্য ও ভিডিওচিত্র এবং তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করছে। গুটিকয়েক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রিমহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইন লঙ্ঘন।

জিডিতে আরও বলা হয়, ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওগুলোর কারণে শাকিবের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু মহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে গুলশান থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফরমান আলী বলেন, বৃহস্পতিবার রাতে শাকিব খানের ম্যানেজার মো. মনিরুজ্জামান একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। সেখানে ১৩টি ইউটিউব ও ফেসবুক লিংক দেয়া হয়েছে, যেখান থেকে শাকিব খানকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আমরা ওই লিঙ্কগুলো সাইবারে ক্রাইম মনিটরিং সেলে পাঠিয়ে দিচ্ছি। সঠিক তদন্তের পর অভিযোগের সত্যতা মিললে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version