Site icon Jamuna Television

এরদোগানের চ্যালেঞ্জের জবাব দিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

রিসেপ তাইয়্যেপ এরদোগানের কৌতুককে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) তথাকথিত ওই চ্যালেঞ্জ নিয়ে ভার উত্তোলন করে শক্তি প্রদর্শন করেন।

আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের জাঙ্গিলান শহরে একটি ক্রীড়া কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন এরদোগান ও আলিয়েভ। সে সময় ওই কক্ষে থাকা একটি ২০ কেজি ওজনের বারবেল নিয়ে রসিকতা করেছিলেন এরদোগান।

এর আগে তুর্কি প্রেসিডেন্সির শেয়ার করা একটি ভিডিওতে এরদোগানকে মজা করে একটি বারবেলের দিকে ইশারা করতে দেখা যায়। তখনই আলিয়েভ তার জ্যাকেট খুলে চ্যালেঞ্জের জবাব দিতে উদ্যত হন এবং উপস্থিত কর্মকর্তাদের অবাক করে বারবেল তুলে নেন।

/এনএএস

Exit mobile version