Site icon Jamuna Television

বিপাকে এজরা মিলার, হতে পারে ২৬ বছরের কারাদণ্ড

এজরা মিলার

হলিউড অভিনেতা এজরা মিলার ২৬ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে চলেছেন। সম্প্রতি দখলকৃত একটি বাড়িতে চুরি ও লুটপাটের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। দোষী সাব্যস্ত হলে ২৬ বছর কারাবাসের সম্মুখীন হতে হবে এজরাকে।

‘দ্য ফ্ল্যাশ ইন জাস্টিস লিগ’ এবং একাধিক হলিউড সুপারহিরো চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত মিলার। গত ১মে অভিনেতার বিরুদ্ধে একটি বাসভবনে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

তদন্তের সময়, পুলিশ অভিনেতার বাড়ি থেকে বেশ কয়েকটি হারিয়ে যাওয়া অ্যালকোহলের বোতল খুঁজে পান। যে কারণে তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে পুলিশ। জানা গেছে, সম্প্রতি মিলার তার আইনজীবীর সঙ্গে বেনিংটন সুপিরিয়র কোর্টে হাজির হয়েছিলেন। চুরি ও লুটপাটের দোষ অস্বীকার করলেও আদালতের আরোপিত শর্তগুলি মেনে নিয়েছেন তিনি।

/এসএইচ 

Exit mobile version