Site icon Jamuna Television

সালমানের সিনেমার শুটিংয়ে আহত পূজা

পূজা হেগড়ে।

শুটিং করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন পূজা নিজেই। তবে কবে কোথায় বা কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা জানাননি পূজা।

সম্প্রতি, একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন পূজা। তাতে দেখা যায়, বাম পায়ে ব্যান্ডেজ নিয়েই মেকআপ নিচ্ছেন তিনি।

পূজার ইনস্টাগ্রামে দেয়া পোস্টের স্ক্রিনশট।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার শুটিং সেটে অভিনয়ের সময় আঘাত পান তিনি। আগামী ২ সপ্তাহ পূজাকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক।

/এসএইচ

Exit mobile version