Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে বিয়ের দাবিতে অবস্থান, থানায় নেয়ার পর কিশোরীর আত্মহত্যা

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছিল কিশোরী। সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর থানায় আত্মহত্যা করেছে ১৭ বছরের কিশোরী।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

হেমতাবাদ পুলিশ বলছে, থানা এলাকায় বাড়ি আত্মহত্যা করা কিশোরীর। তার সাথে প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক মাধবপুর সংলগ্ন কাশিডাঙা এলাকার বাসিন্দা এক কিশোরের। হুট করেই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেয় কিশোরী।

পরে পুলিশ গিয়ে ওই কিশোরীকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর শৌচাগারে যেতে চায় মেয়েটি। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও সেখান থেকে বের হয়নি কিশোরী।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা ভেতরে গিয়ে দেখে কিশোরী গলায় ফাঁস দিয়েছে।

এরপর তাকে দ্রুত হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তর করেন চিকিৎসকরা। কিন্তু ওই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

/এনএএস

Exit mobile version