Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর কানাডার শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের ১৩শ’ কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করলো কানাডা। জুলাই’র ১ তারিখ থেকে কার্যকর হবে কঠোর এই সিদ্ধান্ত।
শুক্রবার, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বলেন, দু’ভাগে মার্কিন পণ্যের তালিকা করা হয়েছে। এসব পণ্যের ওপর ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তালিকায় কফি, টমেটো কেচাপ থেকে শুরু করে বিভিন্ন যন্ত্র, পানীয় এবং দৈ’র মতো খাদ্যপণ্য রয়েছে। একইসাথে, কানাডা’র ইস্পাত ও অ্যালুমনিয়াম খাতের জন্য দেড়শো কোটি ডলারের ভর্তুকি ঘোষণা করেছে, ট্রুডো প্রশাসন। চলতি বছর মার্চে, বিভিন্ন দেশের ইস্পাত-অ্যালুমনিয়াম এবং সেসব থেকে নির্মিত পণ্যের আমদানির ওপর ১০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।

Exit mobile version