Site icon Jamuna Television

টাকার মালা গলায় বিয়ে করলেন পাকিস্তানি যুবক

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকট তীব্র। সর্বশেষ বন্যায় সেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। তবে সেই দেশটিতেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকা দিয়ে মালা বানিয়ে পরানো হয়েছে বরকে। মালাটি এতটাই বড় যে, তা ধরে রাখতে বর ছাড়াও আরও অন্তত ৪/৫ মানুষের সহায়তা নিতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, পাকিস্তানের মুদ্রা রুপির নোট দিয়ে তৈরি একটি বড় আকারের মালা পরানো হয়। মালাটির আকার এতটাই বড় যে, তা ধরে রাখতে বরকে তার বন্ধুদের সহায়তা নিতে হয়েছে। এছাড়া, মালার দৈর্ঘ্য-প্রস্থ এতটাই বেশি যে, বর মালার পেছনে প্রায় পুরোটাই আড়াল হয়ে রয়েছেন।

গত ৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওটি রেকর্ড করা হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

/এনএএস

Exit mobile version