Site icon Jamuna Television

হ্যান্ডগান বিক্রি নিষিদ্ধ করলো কানাডা

কানাডায় হ্যান্ডগান বিক্রি, ক্রয় বা স্থানান্তর নিষিদ্ধ করলো ট্রুডো প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে এ পদক্ষেপের ফলে দেশটির সাধারণ মানুষ এখন থেকে হ্যান্ডগান কেনা, বিক্রি বা স্থানান্তর করতে পারবেন না। খবর রয়টার্সের।

শুক্রবার (২১ অক্টোবর) ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে বন্দুক সহিংসতার শিকার পরিবারের সদস্য এবং অন্যান্য আইনজীবীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, বন্দুক সহিংসতা মোকাবেলায় আমরা আজ থেকে বাজারে হ্যান্ডগানের বিক্রি নিষিদ্ধ করছি।

এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দেশটির জননিরাপত্তা মন্ত্রী মার্কো মেন্ডিসিনো। তিনি বলেন, বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে এটি সবচেয়ে কার্যকর পন্থা।

কানাডায় মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে কঠোর বন্দুক আইন রয়েছে। তবে কানাডিয়ানরা লাইসেন্সসহ আগ্নেয়াস্ত্র রাখতে পারেন। কিছু আগ্নেয়াস্ত্র নিবন্ধিত হতে হয়।

এটিএম/

Exit mobile version