Site icon Jamuna Television

ইউক্রেনের বাঁধ ধ্বংসের পরিকল্পনা রাশিয়ার

এবার ইউক্রেনের অন্যতম বড় বাঁধ ধ্বংস করার পরিকল্পনা করছে রাশিয়া। বৃহস্পতিবার (২০ অক্টোবর) মধ্যরাতে এমন অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর বিবিসির।

খেরসন অঞ্চলের জলবিদ্যুৎ কেন্দ্রের এই বাঁধ উড়িয়ে দিলে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে শঙ্কা জানানো হয়। নিপ্রো নদীর কাখোভকা বাঁধটি বর্তমানে রুশ বাহিনীর দখলে রয়েছে। বাঁধটি ধ্বংস করে দিতে এর চারপাশে বিস্ফোরক বসানো হয়েছে বলেও জানান জেলেনস্কি। এটি ধ্বংস হয়ে গেলে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চলে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে।

তবে সবচেয়ে বড় শঙ্কা, এই বাঁধ না থাকলে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার শীতলীকরণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এতে রিঅ্যাক্টর উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটতে পারে পরমাণু কেন্দ্রটিতে। ফলে ছড়িয়ে পড়তে পারে বিকিরণ।

এটিএম/

Exit mobile version