Site icon Jamuna Television

আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব

একফ্রেমে সব অধিনায়ক।

আজ মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। যেখানে প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। অপরদিকে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।

গ্রুপ ওয়ানে, দিনের প্রথম ম্যাচে লড়বে তাসমান সাগরের দুই পাড়ের দুই দেশ। সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। গত আসরে ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিলো প্রতিবেশি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। গতবারের আক্ষেপ এবার ঘোঁচানোর চেষ্টা করবে ব্ল্যাকক্যাপসরা। অপরদিকে, ফেভারিট হিসেবেই মাঠে নামবে আজিরা।

এদিকে দিনের অপর ম্যাচে, পার্থে আফগানিস্তানের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে আসা চার দল আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করা আট দলের সঙ্গে যোগ দিয়েছে। প্রথম রাউন্ডে এ-গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কা ও বি-গ্রুপ রানার্সআপ আয়ারল্যান্ড পড়েছে গ্রুপ-ওয়ানে।

/এসএইচ

Exit mobile version