Site icon Jamuna Television

ময়মনসিংহের হকার্স মার্টেকে আগুন, পুড়ে ছাই একাধিক দোকান

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে এ আগুন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নিভে সকাল ১০টার দিকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান। তিনি বলেন, আমাদের কন্ট্রোল রুমে সকাল ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের ব্যাপকতা ছিল অনেক বেশি। সেজন্য আশেপাশের বিশ্ববিদ্যালয় এবং ত্রিশাল ও মুক্তাগাছা ইউনিটকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে সাড়ে ৯টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি আরও বলেন, মার্কেটটিতে দেড় শতাধিক দোকানপাট ছিল। তবে দ্রুত আগুন নেভানোর ফলে ৪-৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। না হলে পুরো মার্কেটই পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

এসজেড/

Exit mobile version