Site icon Jamuna Television

জুতার ভেতরে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ২২টি স্বর্ণবার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় আড়াই কেজি। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আটককৃত সামু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের জালাল উদ্দিন আবিরের ছেলে।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৭টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এক যাত্রীর শরীরে তল্লাশি করে তার জুতার ভেতর থেকে আড়াই কেজি ওজনের ২২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এই স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা।

Exit mobile version