Site icon Jamuna Television

আগামী নিবার্চন সামনে রেখে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: পরশ

যুবলীগের বর্ধিত সভায় বক্তব্যরত শেখ ফজলে শামস পরশ।

বিএনপি-জামায়াত আগামী নিবার্চন সমানে রেখে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে- বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শনিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় অভিযোগ করে শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি-জামায়াত লাশের রাজনীতি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তবে তাদের সেই ইচ্ছা পূরণ হবে না। দেশের জনগণ তাদেরকে বিশ্বাস করে না। কারণ তারা আগে মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

এ সময়, আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে- বলেও মন্তব্য করেন পরশ।

/এসএইচ

Exit mobile version