Site icon Jamuna Television

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযান

অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্মকর্তারা।

নিত্য-পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে অভিযান চালিছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (২২ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করে সংস্থাটি।

এ সময় কারওয়ান বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযানের সময় পণ্যের দামে অসঙ্গতি পান কর্মকর্তারা। এছাড়াও পণ্য ক্রয়-বিক্রয়ের ভাউচার দেখাতে পারেনি কয়েকটি প্রতিষ্ঠান। এসব অভিযোগে জামাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তার নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তা জানিয়েছেন, পণ্যের নায্যমূল্য নিশ্চিতে ভোক্তার অভিযান অব্যহত রয়েছে। সামনের দিনগুলোতে অভিযান আরও জোরদার করা হবে। অস্বাভাবিক দাম বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version