Site icon Jamuna Television

ডেঙ্গু আক্রান্ত সালমান খান

ডেঙ্গু আক্রান্ত হয়েছে সালমান খান। তার ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে আপাতত বাড়িতেই আছেন সালমান। অসুস্থ হওয়ায় আসন্ন দিপাবলির সব অনুষ্ঠানের আমন্ত্রণে নাকচ করেছেন ‘ভাইজান’।

ঠিক কবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন অভিনেতা তা এখনও স্পষ্ট নয়। তবে অসুস্থতার কারণে বিগ বসের শ্যুটিং আপাতত বন্ধ রেখেছেন সালমান। গুরুতর অসুস্থ নন অভিনেতা। কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানা গেছে।

এদিকে, বিগ বসের আসরে নতুন করে সঞ্চালক হিসেবে যুক্ত হয়েছেন করন জোহর। শুক্রবার সালমানের বদলে তাকে দেখা গেছে বিগ বসের মঞ্চে। তবে এর কারণ সালমান খানের অসুস্থতা নয়।

মূলত, এখন থেকে সপ্তাহে একদিন বিগ বস সঞ্চালনা করবেন করন। শনিবার আবার দেখা যাবে সালমানকে। আগে থেকেই বেশ কিছু শ্যুটিং সেরে রেখেছিলেন সালমান খান। তাই তার অসুস্থতা বিগ বস অনুষ্ঠানে কোনো প্রভাব রাখবে না বলে আশা করা হচ্ছে।

এসজেড/

Exit mobile version