Site icon Jamuna Television

ভর্তি নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জে সরকারি বৃন্দাবন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।

পুলিশ জানায়, একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে ছাত্রলীগের দুই কর্মীর কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষের সমর্থকরা। বেলা দেড়টা থেকে একঘন্টা দফায় দফায় চলে, ধাওয়া পাল্টা ধাওয়া। হয় ব্যাপক ভাঙচুর।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Exit mobile version