Site icon Jamuna Television

দোকান খোলা রাখার সময় ১ ঘণ্টা বৃদ্ধির দাবি

দোকান খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সময় না বাড়ানো হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়বে বলে দাবি তাদের। একইসঙ্গে ভ্যাট আদায়ের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিও জানান।

শনিবার (২২ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির নেতারা বলেন, ইএফডি সরবরাহ না করা পর্যন্ত দোকান থেকে ভ্যাট আদায় বন্ধ রাখতে হবে। এর পরিবর্তে উৎস পর্যায়ে ২ শতাংশ ভ্যাট আদায়ের দাবি তাদের। এতে রাজস্ব না কমে বরং বাড়বে বলেও মনে করেন সংগঠনটির নেতারা।

ভ্যাট রেজিস্ট্রশনের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি না করারও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে দোকান মালিকরা বলেন, লোডশেডিংয়ের কারণে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। সামনে শীতকালীন ব্যবসা শুরু হচ্ছে। এ সময় ব্যবসা করতে না পারলে ক্ষতির সম্মুখীন হবেন ছোট উদ্যোক্তারা। তাই দোকান খোলা রাখার সময় অন্তত এক ঘণ্টা বাড়ানোর দাবি তাদের।

/এমএন

Exit mobile version