Site icon Jamuna Television

নির্বাচন কমিশনের ঘোষণাকে চ্যালেঞ্জ করতে আদালতে ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে সাবেক পাকিস্তানী প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি পদের অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তবে কমিশনের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে আদালতের শরণাপন্ন হয়েছেন ইমরান খান। খবর জিওটিভির।

শনিবার (২২ অক্টোবর) ইসলামাবাদ আদালতে তিনি এ ঘোষণা বাতিলের জন্য আবেদন করেন।

পাকিস্তানের ক্ষমতাসীন কোয়ালিশনের অভিযোগ, ২০১৮-২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশী উচ্চপদস্থ ব্যক্তিবর্গের কাছ থেকে যেসব উপহার ইমরান পেয়েছিলেন, সেগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে দেননি তিনি। এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনের রুলিং চেয়েছিলো তার কাছে।

পরে, এক লিখিত রুলিংয়ে সংবিধানের ৬৩(১)(পি) ধারা অনুযায়ী ইমরান খানকে পার্লামেন্ট বা প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হবার অযোগ্য বলে ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন।

এদিকে, ইমরান খানের দাবি, নির্বাচন কমিশনের এমন ঘোষণা পাকিস্তানের সংবিধানের ৬৩ অনুচ্ছেদের লঙ্ঘন। তিনি আদালতের কাছে আবেদন করেন, যাতে তার বিরুদ্ধে ঘোষিত এ শাস্তি বাতিল করা হয়।

এএআর/

Exit mobile version