Site icon Jamuna Television

ভুল হেলমেট পরায় পুলিশকে জরিমানা করলো আরেক পুলিশ

ছবি: সংগৃহীত

ভুল হেলমেট পরায় নিজেরই এক সহকর্মীকে জরিমানা করেছেন ভারতীয় এক পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরটি নগরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আরটি নগর পুলিশ টুইটারে একটি ছবি শেয়ার করেছে। এতে দেখা যায়, এক স্কুটিচালক পুলিশ সদস্য অর্ধেক হেলমেট পরায় তাকে জরিমানা করছেন এক ট্রাফিক পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) শেয়ার করা ছবিতে এরই মধ্যে প্রায় এক হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগই ঠিকভাবে দায়িত্ব পালন করায় ওই ট্রাফিক পুলিশের প্রশংসা করেছেন। তবে এটিকে ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

প্রসঙ্গত, ভারতে দুই চাকার মোটরযান চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক এবং সেই হেলমেটটিও হতে হবে মানসম্পন্ন। নাহলে নির্দিষ্ট অংকের জরিমান বিধান রয়েছে দেশটি।

/এনএএস

Exit mobile version