Site icon Jamuna Television

উট বলেছে জিতবে ফ্রান্স

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটিতে উট শাহীন ভবিষ্যদ্বাণী করেছিলো জিতবে আর্জেন্টিনা, আর হয়েছিলো তাই। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে নক আউটপর্বে যায় মেসিরা।

তবে আজকের রাতে ফ্রান্স-অার্জেন্টিনা ম্যাচে কে জিতবে তা বলে দিয়েছেন উট শাহীন। আর এতে করে আর্জেন্টিনার সমর্থকদের জন্য খারাপ সংবাদ নিয়ে আসলো। উট শাহীন জানিয়েছে আজকে জিতবে ফ্রান্স। পা রাখবে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। আর বিদায় নিবে আর্জেন্টিনা।

Exit mobile version