Site icon Jamuna Television

ফের ক্ষমতায় বসছেন শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

চায়না কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনে শি জিনপিংকে দলের মূল নেতা হিসেবে আবারও অনুমোদন দেয়া হয়েছে। আর তাতে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন তিনি। খবর রয়টার্সের।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সপ্তাহজুড়ে চলা দলটির এ সম্মেলন আজ শনিবার (২২ অক্টোবর) শেষ হয়েছে। এদিনই শি জিনপিং সিসিপির সর্বোচ্চ ফোরাম পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধান হন । এছাড়া দলটিতে এসেছে ব্যাপক রদবদল। যেখানে লি কেকিয়াংকে সরিয়ে শি জিনপিংকে পার্টির প্রধান করা হয়েছে। পূর্ণ তালিকা প্রকাশ না করেই বেলা ১১টায় প্রায় ২০০ জেষ্ঠ্য নেতা নিয়ে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

এদিকে, আয়োজন শেষ হওয়ার আগেই সাবেক নেতা হু জিনতাওকে সম্মেলন থেকে অপ্রত্যাশিতভাবে বের করে দেয়া হয়। এ নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি সিসিপি।

উল্লেখ্য, আগামী বছরের মার্চে সরকারের বার্ষিক আইনি সভার অনুমোদনে চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বার ক্ষমতায় আসবেন শি জিনপিং।

/এমএন

Exit mobile version