Site icon Jamuna Television

ইরানের ১০ সামরিক কর্মীকে হত্যার দাবি ইউক্রেনের

রুশ সেনাদের প্রশিক্ষণ দিতে যাওয়া ১০ ইরানি সামরিক কর্মীকে হত্যার দাবি করেছে ইউক্রেন। তবে কীভাবে ও কখন এ ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানায়নি কিয়েভ। খবর জেরুজালেম পোস্টের।

নিহত ইরানি নাগরিকরা শুক্রবার (২১ অক্টোবর) রাশিয়ান সেনাদের প্রশিক্ষণ দিতে ক্রিমিয়া সফরে গিয়েছিলেন বলে উল্লেখ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। খবরে বলা হয়েছে, স্থানীয় এক টিভিতে দেয়া সাক্ষাৎকারে এক ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেন, হামলা চালিয়ে অন্তত ১০ ইরানিকে হত্যা করেছেন তারা।

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের আগে থেকেই অভিযোগ ছিল, রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ইরান। মূলত যুদ্ধে কৌশলগত হামলায় বিশেষ সুইসাইড ড্রোনের ব্যবহার শেখাতে রাশিয়ায় যায় ইরানের সামরিক কর্মকর্তারা।

ইউক্রেনের দাবি, সুইসাইড ড্রোনগুলো ইরানে তৈরি। এসব ড্রোন কীভাবে চালাতে হয়, এ সংক্রান্ত প্রশিক্ষণ দিতেই ক্রিমিয়া সফর করেছিলেন ইরানি কর্মকর্তারা। এছাড়া তাদের খেরসনেও নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি ওই ইউক্রেনীয় কর্মকর্তার।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, আমরা ইরানকে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইউক্রেনেও সন্ত্রাস রফতানির ক্ষেত্রে জড়িত হতে দেখছি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইসও বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে একই কথা বলেন।

এএআর/

Exit mobile version