Site icon Jamuna Television

প্রতিবেদনে প্রতিবন্ধীদের নিয়ে শব্দ প্রয়োগে সতর্ক থাকার আহ্বান

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে প্রতিবেদনে শব্দ প্রয়োগে সতর্ক থাকার তাগিদ দেয়া হয়েছে ঢাকায় আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায়।

শনিবার (২২অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রতিবন্ধিতা বিষয়ে মানসম্পন্ন সংবাদ প্রকাশে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের এই প্রশিক্ষণ দেয়া হয়। এর আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও ডিজএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)। সহ-আয়োজক হিসেবে ছিল এনসিডিডব্লিউ, সীতাকুণ্ড ফেডারেশন, টার্নিং পয়েন্ট ফাউন্ডেশন ও ডব্লিউডিডিএফ।

এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অনেক প্রতিবেদন হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সেখানে এমন কিছু শব্দ ব্যবহার হয়, যা প্রতিবেদনের সৌন্দর্য নষ্ট করে দেয়। অনেক সময় প্রতিবন্ধী ব্যক্তিদের আহত করে। তাই এই ধরনের প্রতিবেদন লেখার সময় শব্দ প্রয়োগে সতর্ক থাকতে হবে।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম। আমরা প্রতিবন্ধী ব্যক্তির অধিকারের বিষয়ে সভা-সমাবেশ করে যেটি করতে পারব না, গণমাধ্যম সেটি অনায়াসে প্রতিবেদনের মাধ্যমে করতে পারে।

ডিজএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, সাংবাদিকরা মানুষের কথা বলেন। মানুষের অধিকার নিয়ে লেখালেখি করেন। এক্ষেত্রে তাদেরকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়েও জোরালোভাবে কাজ করতে হবে।

/এমএন

Exit mobile version