Site icon Jamuna Television

চট্টগ্রামে খাটের নিচে মিললো হাজার-হাজার সয়াবিন তেলের বোতল

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে খাটের নিচে মিললো সয়াবিন তেলের হাজার-হাজার বোতল! শুধু তাই নয়, অন্যান্য কক্ষেও কার্টন ভর্তি শুধু তেল আর তেল! চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের ঘরটি যেনো তেলের খনি!

টিসিবির এসব তেল নারায়ণগঞ্জ থেকে নোয়াখালী যাওয়ার কথা ছিল। কিন্তু সংঘবদ্ধ চক্র ফটিকছড়ির একটি ঘরে নিয়ে লুকিয়ে রাখে। শনিবার (২২ অক্টোবর) সকালে পুলিশ সেখানে হানা দিয়ে ১৫ হাজার ৮৪০ লিটার তেল উদ্ধার করে। ট্রাকচালক নিজাম ধরা পড়লেও চক্রের বাকিরা পলাতক।

ট্রাকবোঝাই তেল ও চালকের হদিস না পেয়ে গত ১৯ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন নিউ আন্তঃজিলা ট্রান্সপোর্ট এজেন্সির মালিক আরিফ হোসেন। এদিকে, টিসিবির এসব পণ্য চুরির সাথে আর কারা জড়িত তা তদন্তে নেমেছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আদুর রাজ্জাক।

/এমএন

Exit mobile version