Site icon Jamuna Television

শাহিন আফ্রিদিকে মোকাবেলার উপায় বাতলে দিলেন শচীন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে রোহিত, রাহুলরা কীভাবে আফ্রিদিকে সামলাবেন, সেই উপায় বাতলে দিলেন শচীন টেন্ডুলকার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, আফ্রিদির বলে ব্যাটসম্যানদের সোজা ব্যাটে খেলার পরামর্শ দিয়ে শচীন বলেছেন, আফ্রিদি আক্রমণাত্মক বোলার, শুরুর দিকেই উইকেট নিতে চায়। সে সুইং আদায়ের জন্য ব্যাটসম্যানদের সামনেই বল ফেলে। পেস ও সুইংয়ে ব্যাটসম্যানদের পরাস্ত করার সামর্থ্য ওর আছে। তাই আফ্রিদির বিপক্ষে যত সম্ভব সোজা ব্যাটে অর্থাৎ “ভি”তে খেলা দরকার।

বল ভেতরে ঢোকানোর সামর্থ্যের পাশাপাশি কার্যকরী বাউন্সারও আছে আফ্রিদির ঝুলিতে। সেটা মাথায় রেখেই ব্যাটসম্যানদের ট্রিগার মুভমেন্ট করতে বলছেন শচীন, ট্রিগার মুভমেন্ট মানে শট খেলা নয়, মূলত এটা শটের প্রস্তুতি। ট্রিগার মুভমেন্টের পর পেছনের পা কিংবা সামনের পায়ে স্থির হওয়া যাবে না। কারণ, একবার স্থির হয়ে গেলে আফ্রিদির বলে আর জায়গা পরিবর্তনের সময় পাবে না।

প্রসঙ্গত, হাঁটুর চোটে এশিয়া কাপ ও দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের সিরিজ এবং নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি আফ্রিদি। চোট-পরবর্তী পুনর্বাসনের জন্য থাকতে হয়েছে লন্ডনে। চোটমুক্ত হয়েই বিশ্বকাপ দলের সাথে যোগ দিয়েছিলেন।

/এনএএস

Exit mobile version