Site icon Jamuna Television

ব্যবসায়ীসহ ৫ আরোহী নিয়ে নিখোঁজ জার্মান বিমান

ছবি: সংগৃহীত

পাঁচজন জার্মান নাগরিক বহনকারী একটি বিমান নিখোঁজ হয়েছে। জার্মানির জননিরাপত্তা মন্ত্রী জর্জ টরেস এই তথ্য জানিয়েছেন। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জর্জ টরেস বলেন, মেক্সিকো থেকে একটি ছোট বিমান পাঁচজন জার্মান নাগরিক নিয়ে শুক্রবার (২১ অক্টোবর) কোস্টারিকা থেকে নিখোঁজ হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমরা মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিমানবন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইট বিমানের বিষয়ে একটি সতর্ক বার্তা পেয়েছি। বিমানটিতে যাত্রী হিসেবে পাঁচ জার্মান নাগরিক ছিলেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বিমানটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা ব্যারা দে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ হারায় এবং আমরা তা শনাক্ত করার জন্য অভ্যন্তরীণ প্রোটোকলটি অবিলম্বে সক্রিয় করেছি।

মন্ত্রী বলেন, কয়েক ঘণ্টা পরে, রাত ও খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান স্থগিত করা হয় এবং শনিবার আবার অনুসন্ধান শুরু হয়।

/এনএএস

Exit mobile version