Site icon Jamuna Television

ময়মনসিংহে জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ১৯

ময়মনসিংহ ব্যুরো:

একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে ময়মনসিংহ জামায়েতের জেলা সেক্রেটারি মোজাম্মেল হকসহ ১৯ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জনান, এলাকার সালতানাত রেস্টুরেন্টে গোপন বৈঠকের আয়োজন করে জামায়াতের লোকজন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা সরকারের বিরুদ্ধে অপপ্রচারসহ নাশকতা তৈরির পায়তারা করছিলে।

/এনএএস

Exit mobile version