Site icon Jamuna Television

আরও রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার আশা জেলেনস্কির

রুশ বাহিনী ব্যাপকভাবে ইউক্রেনীয় অবকাঠামোতে হামলা শুরু করলেও, ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি আরও বেশি সংখ্যক রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। শনিবার (২২ অক্টোবর) মধ্যরাতে এক ভিডিও বার্তায় তিনি এমন কথা বলেন। খবর রয়টার্সের।

জেলেনস্কি বলেন, অবশ্যই ১০০ শতাংশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতা আমাদের এই মুহূর্তে নেই। কিন্তু আমরা ধীরে ধীরে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমিয়ে এনেছি। আমি আশা করি মিত্রদের সহায়তায় তা আরও কমিয়ে আনতে পারবো।

এটিএম/

Exit mobile version