Site icon Jamuna Television

খুলনায় বাস ও লঞ্চ চলাচল শুরু

খুলনা ব্যুরো:

দু’দিনের ধর্মঘট শেষে বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে খুলনায়। এতে নিজ নিজ গন্তব্যে যেতে টার্মিনালে ভিড় জমাচ্ছেন মানুষ। যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

রোববার (২৩ অক্টোবর) ১৬টি রুটে ভোর থেকে বাস চলাচল শুরু হয়েছে। দূরপাল্লার গাড়িও ছাড়ছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট থেকে কয়রাসহ ৩টি রুটে চলছে লঞ্চ।

এর আগে সড়ক-মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দু’দিনের ধর্মঘট ডাকে পরিবহন মালিকরা। এর জেরে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে খুলনার সাথে সারাদেশের যানচলাচল বন্ধ ছিল। একই সময়ে বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে বন্ধ ছিল লঞ্চ চলাচলও।

এসজেড/

Exit mobile version