Site icon Jamuna Television

প্রেসিডেন্টের ক্ষমতা কমবে শ্রীলঙ্কায়, সংবিধান সংশোধনের পক্ষে রায় আইনপ্রণেতাদের

প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর উদ্যোগ নিলো শ্রীলঙ্কার পার্লামেন্ট। ২২৫ সদস্যের পার্লামেন্টে সংবিধান সংশোধনের পক্ষে রায় দিয়েছেন ১৭৯ আইনপ্রনেতা। খবর রয়টার্সের।

বিক্ষোভকারীদের দাবির মুখে এলো এমন পদক্ষেপ। শুক্রবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত ভোটাভুটি হয় লঙ্কান পার্লামেন্টে। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন মেলায় এবার বেশ কয়েকটি সংশোধনী আনা হবে সংবিধানে। সরকারি কর্মী ও বিচার বিভাগের নিয়োগে সীমিত হবে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ। নবগঠিত সাংবিধানিক কাউন্সিলের হাতে দেয়া হবে কিছু ক্ষমতা। বাতিল হবে দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ।

স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। গেলো জুলাইয়ে তীব্র গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্টের দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। তবে রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় তাকে নিয়েও আছে আপত্তি।

এটিএম/

Exit mobile version