Site icon Jamuna Television

হাল্যান্ডের জোড়া গোলে জয়ে ফিরলো ম্যান সিটি

ছবি: সংগৃহীত

তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের বিপক্ষে হারের পর আবারও জয়ের ধারায় ফিরলো পেপ গার্দিওলার দল।

ইতিহাদে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল সিটিজেনরা। ম্যাচের ২২ মিনিটে হাল্যান্ডের গোলে প্রথম লিড নেয় তারা। গোলরক্ষক এডারসনের লম্বা পাস থেকে বল আয়ত্তে নিয়ে নজরকাড়া শটে গোল করেন হাল্যান্ড। তারপর ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান এই নরয়েজিয়ান গোল মেশিন। প্রিমিয়ার লিগে পেপ গার্দিওলার অধীনে এটি দলের ৬০০তম গোল।

এরপর দ্বিতীয়ার্ধে ২৫ গজ দূর থেকে দারুণ শটে ব্রাইটনের হয়ে গোল ব্যবধান কমান টসওয়ার্ড। তবে ৭৫ মিনিটে ডি-বক্সের ভিতর থেকে দারুণ শটে আবারও ২ গোলের লিড ফিরিয়ে আনেন তারকা প্লে মেকার কেভিন ডি ব্রুইনা। ৩-১ গোলের জয় নিয়েও মাঠ ছাড়ে পেপ গার্দিওলার ম্যান সিটি।

/এম ই

Exit mobile version