Site icon Jamuna Television

ক্যাসেমিরোর নাটকীয় গোলে চেলসির সাথে ইউনাইটেডের ড্র

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে জয় পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড – চেলসির মধ্যে কোনো দলই। তবে, অখুশিও নয় কোনো পক্ষ। ক্যাসেমিরোর নাটকীয় গোলে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানচেস্টার ইউনাইটেড খুব সম্ভবত এই মৌসুমে তাদের সেরা পারফরমেন্সটাই দেখিয়েছে চেলসির বিপক্ষে এই বিগ ম্যাচে। নিষেধাজ্ঞায় রোনালদো ছিলেন না ডাগআউটেও। তবে দারুণ খেলছিল এরিক টেন হ্যাগের দল। কেবল গোলই আসছিল না। খুব বেশি উত্তেজনা ছড়াতে না পারা ম্যাচটি হাঁটছিল ড্রয়ের পথে। তবে ম্যাচের গতির বিপরীতে ৮৪ মিনিটে জর্জিনিওর পেনাল্টি থেকে এগিয়ে যায় চেলসি। পুরো ম্যাচে ভালো খেলেও পরাজয়ের হতাশা তখন চেপে বসেছে রেড ডেভিল শিবিরে।

তবে, তখনও বাকি ছিল নাটকের। যোগ করা সময়ে দারুণ হেডারে চেলসিকে সমতায় ফেরান ক্যাসেমিরো। আর তাতেই স্বস্তির ১ পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে দু’দল। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। পাঁচ নম্বরে ইউনাইটেডের পয়েন্ট ২০।

আরও পড়ুন: হাল্যান্ডের জোড়া গোলে জয়ে ফিরলো ম্যান সিটি

/এম ই

Exit mobile version