Site icon Jamuna Television

হেন্ডারসনে যেন ভর করেছিলেন ‘ইয়াশিন’, হেরেই বসলো লিভারপুল

ডিন হেন্ডারসন। ছবি: সংগৃহীত

কেবল মাথায় টুপিতেই মিল থেমে থাকলো না মিল। বরং, সিটি গ্রাউন্ডে নটিংহাম ফরেস্টের গোলরক্ষক ডিন হেন্ডারসনের উপর যেন ভর করেছিলেন ‘সর্বকালের সেরা’ লেভ ইয়াশিন! এই গোলরক্ষকের বীরত্বে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে খবরের জন্ম দিয়েছে নটিহ্যাম ফরেস্ট। একমাত্র গোলটি করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড তায়ো আইয়োনি।

লিভারপুলের বিপক্ষে ভালোভাবে প্রস্তুতি নিয়েই নেমেছিলেন হেন্ডারসন। মাথায় ক্যাপ পরে মাঠে নামেন ম্যান ইউনাইটেড থেকে ধারে নটিংহামে আসা এই গোলরক্ষক। সিটি গ্রাউন্ডে এ দিন নটিংহামের বিপক্ষে মোট ১৬টি শট নিয়েছে ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা। যার ৭টি ছিল লক্ষ্য বরাবর। সালাহর শট, ভার্জিল ফন ডাইকের হেড কিছুই টলাতে পারেনি তাকে। পারেনি লিভারপুলও।

ছবি: সংগৃহীত

হেন্ডারসনের নৈপুণ্যে গোল আদায় করা হয়নি সালাহ-ফিরমিনোদের। উল্টো ৫৫ মিনিটে লিভারপুলের জালে বল জড়ায়। গোলটি আদায় করে নেন আইয়োনি। চলতি লিগে এটি লিভারপুলের তৃতীয় হার। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা।

আরও পড়ুন: ক্যাসেমিরোর নাটকীয় গোলে চেলসির সাথে ইউনাইটেডের ড্র

/এম ই

Exit mobile version