Site icon Jamuna Television

সমতা ফেরালেন ডি মারিয়া

ম্যাচের ১০ মিনিটে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে ডি বক্সে ফাউল করেন মর্কোস রোহো। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে গোল করতে মোটেও ভুল করেননি গ্রিজম্যান। এতে ১-০ গোলে এগিয়ে যায় ’৯৮ চ্যাম্পিয়নরা।

তবে বিরতির ৩ মিনিট আগে সমতা ফেরার অ্যাঙ্গেল ডি মারিয়া। ডি বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন মিডফিল্ডারের নেয়া অসাধারণ শট জড়ায় ফ্রান্সের জালে। দ্বিতীয়ার্ধে মেসি ম্যাজিকের অপেক্ষায় থাকবেন ভক্তরা। নক আউট পর্বের ম্যাচে মরিয়া হয়ে জিততে চাইবে দু’দলই।

কাজান এরিনায় আক্রমণাত্মক শুরু করে ফ্রান্স। সূচনালগ্ন থেকেই একের পর আক্রমণে ওঠে ফরাসিরা। তারা প্রথম সুযোগ পায় ৭ মিনিটে। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেন আঁতোয়া গ্রিজম্যান। তবে তার দুর্দান্ত শটটি গোলবারে লেগে ফেরত আসে।

Exit mobile version