Site icon Jamuna Television

লন্ডনে এবার ব্রেক্সিট বিরোধী আন্দোলন

ব্রেক্সিট বিরোধী আন্দোলনে নামলেন লন্ডনের বাসিন্দারা। তাদের দাবি, ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছিল যুক্তরাজ্যের ঐতিহাসিক ভুল। খবর রয়টার্সের।

আয়োজকরা জানিয়েছেন, প্রায় ১০ হাজার মানুষ যোগ দেন ওই আন্দোলন-সমাবেশে। বিক্ষোভকারীদের হাতে ছিল ইইউ জোটের পতাকা। একইসাথে তারা ইউরোপীয় জোটে যুক্ত হওয়ার দাবিও তোলেন। অনেকেই জানান, ব্রেক্সিটের কারণে জগাখিচুড়ি অবস্থা তৈরি হয়েছে যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনীতিতে।

এমনকি বর্তমানে দেশের বাজেট সংক্রান্ত টানাপোড়েনের জন্যও তারা বিচ্ছেদকে দায়ী করেন। ২০১৬ সালের জুন মাসে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্রিটেনে অনুষ্ঠিত হয় গণভোট। ওই সময় বেশিরভাগ মানুষের অভিযোগ ছিল, জোটের অন্যান্য সদস্যের মতো সুযোগ-সুবিধা পাচ্ছে না যুক্তরাজ্য। সিদ্ধান্তটি ২০২০ এর ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।

/এমএন

Exit mobile version