Site icon Jamuna Television

অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সকালে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং আন্তর্জাতিক মানে প্রত্যাবাসনের বিভন্ন বিষয় উঠে আসে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বিশুদ্ধ পানি সরবরাহ, শিশু স্বাস্থ্য, মাতৃ মৃত্যুরহার কমানোসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাংকের দেয়া প্রতিশ্রুত অর্থ বরাদ্দের বিষয়েও আলোচনা হয় বৈঠকে।

Exit mobile version