Site icon Jamuna Television

মধ্যপ্রদেশে মাংস রাঁধতে অস্বীকার করায় স্ত্রীকে মারধর, থামাতে গিয়ে প্রতিবেশীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মুরগির মাংস রাঁধতে অস্বীকার করায় স্ত্রীকে ব্যাপক মারধর করেছেন এক ব্যক্তি। এই দম্পতির ঝগড়া থামাতে ছুটে যান এক প্রতিবেশী। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তির আঘাতে নিহত হন তার প্রতিবেশী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের একটি গ্রামে।

ভোপাল দেহাতের পুলিশ সুপার কিরণলতা জানিয়েছেন, মঙ্গলবার (১৮ অক্টোবর) বিলখিরিয়া থানার অন্তর্গত চাওয়ানি পাথার গ্রামের বাসিন্দা পাপ্পু আহিরওয়ার মুরগির মাংস নিয়ে বাড়িতে ফেরেন। এসেই স্ত্রীকে কষিয়ে মাংস রান্নার নির্দেশনা দেন। কিন্তু স্ত্রী মাংস রাঁধতে অস্বীকার করায় খেপে যান পাপ্পু। পরে স্ত্রীকে মারধর শুরু করেন।

চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরাও। সকলের মধ্যস্থতায় তখনকার মতো ঝগড়া মেটে। পরে মঙ্গলবার রাতেই গোলমাল মেটাতে পাপ্পুর বাড়িতে যাওয়া বাবলু আহিরওয়ারের কাছে যান পাপ্পু। অভিযোগ উঠেছে, হাতের লাঠি দিয়ে বাবলুকে বেধড়ক মারধর করেন পাপ্পু। গুরুতর আহত অবস্থায় বাবলুকে হামিদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় শুক্রবার (২১ অক্টোবর) পুলিশ পাপ্পুকে গ্রেফতার করেছে। তখনই ঘটনার কথা জানাজানি হয় এবং হইচই পড়ে যায় পুরো গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, রাগের মাথায় পাপ্পু ওই ঘটনা ঘটিয়েছে।

/এনএএস

Exit mobile version