Site icon Jamuna Television

‘মিয়ানমার-ই রোহিঙ্গা সংকট তৈরি করেছে’

মিয়ানমার-ই রোহিঙ্গা সংকট তৈরি করেছে; তাই তাদেরই এই সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার রাতে ঢাকায় এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিব জানান, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের পাশে আছে। এই বিপুল জনগোষ্ঠীর দায়িত্ব নেয়া বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং।

৩ দিনের সফরে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি নিয়ে আলোচনাতে অংশ নেবেন। পরে ধানমণ্ডিতে জাতির জনকের স্মৃতি বিজরিত জাদুঘর পরিদর্শন করবেন। সোমবার সকালে কক্সবাজারে যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে।

Exit mobile version