Site icon Jamuna Television

সোর্স প্রকাশে বাধ্য নয় সাংবাদিক: হাইকোর্ট

হাইকোর্ট।

দুর্নীতি বিষয়ক তথ্য সংগ্রহে সাংবাদিকরা যেকোনো সরকারি-বেসরকারি অফিসে যেতে পারবে। একইসঙ্গে কোনো সাংবাদিক তার নিউজের তথ্যের সোর্স কারও কাছে প্রকাশ করতে বাধ্য নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৩ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আরও বলা হয় , সাংবাদিকরা যেকোনো দুর্নীতির সংবাদ প্রকাশ করতে পারবে। সাংবিধানিকভাবে তাদের সেই অধিকার থাকবে। জাতিসংঘের কনভেনশনেও এটা বলা আছে বলে রায়ে উল্লেখ করা হয়। তবে হলুদ সাংবাদিকতার বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ যদি মনে করে কোনো সংবাদে তিনি বিক্ষুব্ধ; তখন তিনি প্রেস কাউন্সিলে যেতে পারবেন বলেও জানানো হয়।

/এমএন

Exit mobile version