Site icon Jamuna Television

অব্যবস্থাপনার র‍্যাংকিং করলে এক নম্বর হবে বাংলাদেশ: জি এম কাদের

ফাইল ছবি।

অব্যবস্থাপনার র‍্যাংকিং করলে বাংলাদেশ এক নম্বর হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা দিবস উপলক্ষ্যে দলের বনানী কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, দেশের সব খাতে চূড়ান্ত রকমের অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। যে যেমন পারছে, দুর্নীতি-লুটপাট করছে।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, আইনের শাসন না থাকলে এবং একনায়কতন্ত্র কায়েম হলে দেশে দুর্ভিক্ষ হয়। বাংলাদেশ এখন সেদিকেই এগোচ্ছে। সুষ্ঠু নির্বাচন ও জনগণের শাসন প্রতিষ্ঠিত হলে কোনো দুর্ভিক্ষ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

/এমএন

Exit mobile version