Site icon Jamuna Television

প্রয়োজনে দিনে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে: জ্বালানি উপদেষ্টা

প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

রোববার (২৩ অক্টোবর) সকালে শিল্পে জ্বালানি সংকট সমাধান শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। জানান, জ্বালানির রিজার্ভের যে অবস্থা, সামনে কী হবে বলা যাচ্ছে না। তবে, এলএনজি এখন আমদানি করা হবে না।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কবে শেষ হবে তা ধারণা পাওয়া গেলে সিদ্ধান্ত নেয়া যেতো। এখন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। জানান, ভোলা থেকে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজি রুপান্তর করে দু-তিন মাসে সেটা জাতীয় গ্রিডে আনার চেষ্টা করা হবে। আর জানুয়ারি-ফেব্রুয়ারিতে এক হাজার মেগাওয়াটের বেশি কয়লাভিত্তিক বিদ্যুৎ পাওয়া যাবে।

/এমএন

Exit mobile version