Site icon Jamuna Television

পুলিতজার জয়ী নিহত বাবার পুরস্কার নিলো দুই শিশু সন্তান

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে সাংবাদিকতার কাজে গিয়ে নিহত হয়েছিলেন রয়টার্সের চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জিতে নিয়েছেন পুলিতজার পুরস্কার।

তিনি বেঁচে না থাকায় পুরস্কারের মঞ্চে আসে তার দুই শিশু সন্তান। ছ’বছরের ইউনুস সিদ্দিকি, চার বছরের সারা সিদ্দিকি।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা নিয়ে ডকুমেন্টেশনের কাজে দানিশ সিদ্দিকির অবদান অবিস্মরণীয়। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গাদের দুঃখ-কষ্ট-ব্যথা-যন্ত্রণার সাক্ষী থেকেছেন। এজন্য ২০১৮ সালেও তিনি জিতে নিয়েছিলেন পুলিতজার পুরস্কার।

পরে আফগানিস্তানে তালেবান আক্রমণ ও দখলদারির ছবি তুলতে যান। সেখানে যেন নিয়তিই টেনে নিয়ে গিয়েছিল তাকে। শেষ হয়ে গেল একটি স্বপ্নিল জীবন। কিন্তু তার মতো মানুষের জীবন তো শেষ হয়েও শেষ হয় না। তার কাজের, তার শিল্পের, তার সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ আবারও তাকে পুলিতজার দিতে বাধ্য হয়েছে পুলিতজার কর্তৃপক্ষ। আর সেই দ্বিতীয় পুরস্কার নিতেই নিউ ইয়র্কের মঞ্চে হাজির তার দুই শিশুপুত্র।

নিজের ছেলের কাজের স্মৃতিচারণ করে দানিশের বাবা আখতার সিদ্দিকি বলেন, তার ছেলের কাজ স্বীকৃতি পেয়েছে দেখে তিনি খুবই আনন্দিত। দানিশ আজ আর আমাদের সাথে নেই, কিন্তু তার কাজ আছে, যা আজও আমাদের গর্বিত করে, আনন্দ দেয়।

/এনএএস

Exit mobile version