Site icon Jamuna Television

ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছ নিন্মচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর সংকেত

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাংয়ে’ পরিণত হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৬) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত-এর অর্থ হলো, বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার, তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনো আসেনি।

এর আগে, ঘূর্ণিঝড় সিত্রাং ২৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভার আগে তিনি এ কথা জানান। বলেন, গভীর নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে এটি বেশিক্ষণ স্থায়ী হবে না।

আবহাওয়া অফিস বলছে, দিক পরিবর্তন না করলে ২৪ তারিখ রাত অথবা ২৫ তারিখ সকালে বাংলাদেশের বরিশাল-ভোলার ওপর দিয়ে বয়ে যেতে পারে এটি।

এদিকে, ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, রোববার (২৩ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গত ৬ ঘণ্টায় এই নিম্নচাপ ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে আরও উত্তর-পশ্চিমে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এই গভীর নিম্নচাপটি ভারতের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৫৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সাগর দ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

/এনএএস

Exit mobile version