Site icon Jamuna Television

আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার (২৪ অক্টোবর) সকাল দশটায় হোবার্টে বাংলাদেশ লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। আগের আসরগুলোর ব্যর্থতা এই আসরে ভোলার সুযোগ রয়েছে বাংলাদেশ দলের। সেই সামর্থ্য দলের রয়েছে বলে মনে করেন দলনেতা সাকিব আল-হাসান।

নেদারল্যান্ডসের সাথে নিজেদের প্রথম ম্যাচের আগে একমাত্র অনুশীলন সেশন করার সুযোগ মিলেছে টাইগারদের। তবে ম্যাচ ভেন্যু বেলিরভ ওভাল দেখার সুযোগ মেলেনি সাকিবদের। অস্ট্রেলিয়া পৌঁছে টানা বৃষ্টির কারণে ঠিকমত অনুশীলন করার সুযোগ না পেলেও মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক।

এর আগে তিনবার নেদারল্যান্ডসের মুখোমুখি হয়ে দু’বার জিতেছে টাইগাররা, একবার হেরেছে। এদিকে, ডাচ ক্রিকেটার টম কুপার বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে চূড়ান্তপর্ব শুরু করতে চান।

ইউএইচ/

Exit mobile version