Site icon Jamuna Television

ঝালকাঠিতে শ্মশান দিপাবলি, গীতা ও রামায়ণ পাঠ করে স্বজনদের শান্তি কামনা

ঝালকাঠিতে প্রতি বছরের মতো এবারও তিথি অনুযায়ী পালিত হয়েছে শ্মশান দিপাবলি। রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা নামার সাথে সাথে দল বেঁধে হারানো প্রিয়জনদের পছন্দের খাবার নিয়ে মহাশ্মশানে ছুটে যান সনাতন ধর্মাবলম্বীরা।

এ দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শ্মশানঘাটে ছিল নারী-পুরুষের উপচে পড়া ভিড়। হারানো প্রিয়জনদের জন্য মোমবাতি প্রজ্বলন এবং তাদের প্রিয় খাবার তৈরি করে অর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। গীতা ও রামায়ণ পড়ে প্রার্থনা করেন স্বজনের আত্মার শান্তি কামনায়। অনেকেই ভেঙে পড়েন কান্নায়।

এটিএম/

Exit mobile version