Site icon Jamuna Television

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। হারের বৃত্ত ভেঙে বাংলাদেশের ভাগ্য বদলের লড়াই শুরু টাইগারদের। অন্যদিকে প্রথম রাউন্ড পার করে নেদারল্যান্ডসের মেজাজ বেশ ফুরফুরে।

সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১৬ সালে জয় হাসিল করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৮ রানের ব্যবধানে শেষ হাসি হাসে টাইগাররা। এখন চারদিক থেকেই চাপ আছে সাকিব আল হাসানের দলের ওপর। তাই জয়ের বিকল্প নেই।

এদিকে, একাদশে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। সেই সুযোগে একাদশে স্থান পেয়েছেন স্ট্যান্ডবাই থেকে দলে জায়গা করে নেওয়া সৌম্য সরকার। সৌম্য ছাড়াও একাদশে আছেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

এসজেড/

Exit mobile version